ঝিনাইদহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মাঠ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, খড়িখালী নৃসিংহপুর গন্ডবিল মাঠে ধান ক্ষেতের মধ্যে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পোষ্ট মর্টেমের জন্য। তার বয়স আনুমানিক ২০ বছর হবে। পরনে লাল রংয়ের সালোয়ার কামিজ আছে। খালের মধ্যে পলিথিনের বস্তার উপর হাত বাধা অবস্থায় লাশটি পড়ে ছিল। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ ওই স্থানে এনে ফেলে গেছে।
No comments