ঝিনাইদহে ৮ দিন ব্যাপী আবৃতি কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ৮ দিন ব্যাপী আবৃতি কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের নবগঙ্গা স্মৃতি পাঠাগারে সমাপনী অনুষ্ঠিত হয়। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য প্রশিক্ষক সৈয়দ শফিকুল আকরাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, নাট্যকার সাইফুল ইসলাম, অংকুরের সহ-সভাপতি ইসাহাক আলী, আমিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, অংকুরের আজীবন সদস্য মীর আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ও শিশু-কিশোর নাট্য দলের সহযোগিতায় ৮ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.