মহেশপুরে ভ্যানচালকের ছেলে আরিফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের ভ্যানচালকের ছেলে আরিফুল মেধা তালিকায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সে সি-ইউনিটে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় ২৩৭ নম্বরে রয়েছে। তার প্রথম চয়েজ হিসাব বিজ্ঞান। ভ্যানচালক শরিফুলের ছেলে আরিফুল ইসলাম এসএস সি ও এইচ এস সি তে জিপিএ ৫ পেয়েছে। তাদের ৪ শতক ভিটে জমি ছাড়া আর কিছুই নেই। তারা ১ ভাই দুই বোন। সে সবার বড়। বাবা ভ্যান চালিয়ে যা আয় করে তা দিয়ে কোন রকম সংসার চলে। তার উচ্চ শিক্ষার আশা থাকলেও সংশয় রয়েছে পরিবারের দারিদ্রতা নিয়ে। আরিফুল জানায়, লেখা পড়ার পাশাপাশি খন্ডকালীন কাজ করে লেখা পড়া চালিয়ে যাবে তবুও লেখা পড়া বন্ধ করবে না। তার বিশ্বাস পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে । সে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
No comments