নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে: এরশাদ


চিত্রা নিউজ ডেস্ক,ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মানুষ পরিবর্তন চায়। ছাত্ররা আন্দোলনের সময় বলেছিল রাষ্ট্রযন্ত্রের মেরামত প্রয়োজন। আমরাও তাই চাই।
আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহা সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সমাবেশে আরো বক্তৃতা করেন দলেন সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলের সিনিয়র নেতারা।

No comments

Powered by Blogger.