হামদিুল ইসলামের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদশে জাতীয়তাবাদী দলকে নির্বাচনের বাহিরে রাখতে সরকারে অদৃশ্য নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন সহ সহস্রাধিক নেতার্কমীর নামে পুলশি যে কল্পনা প্রষুত মামলা দায়ের করেছে এর তীব্র নিন্দা জানিয়েছেন কালীগঞ্জ উপজলো বিএনপির যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। নিয়ামতপুর ইউনয়িনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন সহ ১৬ জনের নাম উল্লেখ করে ৩০জন অজ্ঞাতনামা কাষ্টভাঙ্গা ইউনিয়নের উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান রনি সহ ২২ জনের নাম উল্লেখ সহ ৩০ জন অজ্ঞাতনামা ও বারবাজার ইউনিয়নের জেলা যুবদলের সদস্য সহিদুল ইসলাম সহ ১৭ জনের নাম উল্লেখ করে ৩০ জন অজ্ঞাতা নামা এছাড়া রাখাল গাছি ইউনয়িনে কালীগঞ্জ উপজলো বএিনপরি অন্যতম নতো ও ইউনয়িন বএিনপরি সাবকে সাংগঠনকি সম্পাদক জুমারত আলীর জুম্মা সহ ১৬ জনরে নাম উল্লখে সহ অজ্ঞাত ৩০ জন . এছাড়া ত্রেিলাচনপুর ইউনয়িন বিএনপি নেতা মফিজুর রহমান সহ ২৭ জনরে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ জনের নামে পুলিশ গায়েবী মামলা দায়ের করেছে । এছাড়া রাতের আঁধারে সাধারণ বিএনপির নেতা কর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে । যে অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে তার কোন ভিত্তি নেই । এ সমস্ত গায়েবী মামলা দিয়ে বিএনপির মনোবল ভাঙ্গা যাবে না । অবিলম্বে এই সব ভৌতিক মিথ্যা মামলা ও সাধারণ নেতাকর্মীদের বাড়িতে রাতের আঁধারে তল্লাসী বন্ধের দাবী জানাচ্ছি।

No comments

Powered by Blogger.