কোটচাদপুরে জে এস সি,জে সি ও নবম শ্রেণীর ভকেশনাল বোর্ড পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

এস,এম,টিপু সুলতান কোটচাদপুর থেকে:ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার আসন্ন জে এস সি জে ডি সি এবং নবম শ্রেণী (ভোকেশনাল ) এর বোর্ড সমাপনী পরীক্ষা -২০১৮ ইং উপলক্ষে কোটচাদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কক্ষ পরিদর্শক গনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাজনীন সুলতানা ,উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল কেন্দ্র , কোটচাদপুর ,ঝিনাইদহ , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ রতন মিয়া , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোটচাদপুর , উপস্থিত ছিলেন মোঃ আতিয়ার রহমান ,সভাপতি কোটচাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি,ও প্রধান শিক্ষক , টি আই সি মাধ্যমিক বিদ্যালয় মোঃমফিজুর রহমান , প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব , কোটচাদপুর সরকারী মাধ্যমিক বালিক বিদ্যালয়, মোঃ ইসাহক আলী , প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব , কোটচাদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জনাব মোঃ আককাস আলী , প্রধান শিক্ষক (শেরখালী মাধ্যমিক বিদ্যালয়) ও কেন্দ্র সচিব , তালসার মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ আমিন উদ্দিন , প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব , সফদালপুর মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ বাহারুল ইসলাম , সুপার ও কেন্দ্র সচিব কোটচাদপুর কামিল মাদ্রাসা এবং বিভিন্ মাধ্যমিক ও মাদ্রাসার সহকারী শিক্ষক মন্ডলী । উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ ইসাহক আলী , প্রধান শিক্ষক , কোটচাদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ।উল্লেখ্য আগামী ০১/১১/২০১৮ এং তারিখ থেকে শুরু হচ্ছে জে এস সি, জে ডি সি এবং নবম শ্রেণী (ভোকেশনাল ) এর বোর্ড সমাপনী পরীক্ষা -২০১৮ ইং । কোটচাদপুর উপজেলায় মোট পরীক্ষার্থী ৩১৫৫ জন ছাত্র/ছাত্রী ।

No comments

Powered by Blogger.