প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। আজ সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা।বাফুফের মিডিয়া বিভাগের কর্মকর্তা খালিদ মাহমুদ নওমী জানান, সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নরা ডুর্কএয়ারের একটি ফ্লাইটে সোমবার সকাল সোয়া আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
গ্রুপ পর্বে লাল-সবুজের প্রতিনিধিরা ১৭-০ গোলে পাকিস্তান উরিয়ে শুভ সূচনা করে। দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায়। শেষ চারের ম্যাচে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে মিসরাত জাহান মৌসুমীর দল।ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফের নেপালকে পায়। এতে জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল। ফাইনালে গোল না পেলেও বাংলাদেশের সিরাত জাহান স্বপ্না হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। টুর্নামেন্টে মোট ৮ গোল করেছেন তিনি।




No comments

Powered by Blogger.