কৃষকের ৫ শতক জমির ফসল কেটে দিল দুর্বৃত্তরা

মোঃ শাহ আলম কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আশানুর নামের এক কৃষকের ৫ শতাংশ জমির পুইশাক, বেগুন,কলা,ওল গাছ কেটে দিয়েছে দৃর্বৃর্ত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার পরশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
পারশ্রীরামপুর গ্রামের কৃষক আশানুর রহমান জানান, নিজের বাড়ির পাশে ১৭ শত জমির মধ্যে ৫ শত জমিতে পুইশাক, বেগন, মরিচ,কলা ও ওল গাছ লাগিয়েছিলেন। কিন্তু রাতের আধারে কে বা করা তার জমির সব সবজি কাজ কেটে দিয়েছে। তিনি অভিযোগ করেন, তিন বছর আগে এই জমিটি জনৈক আলীম এর কাছ থেকে ক্রয় করেন। একই গ্রামের এক ব্যক্তির সাথে তার জমি নিয়ে বিরোধ চলছে। ধারণা করছে তারা জমি দখল দিতে শত্রুতা করে এই কাজ করতে পারে। কৃষক আসানুরের ছেলে ফয়সাল জানান. তারা গত ৩ বছর ধরে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছে। ৫ শত জমি থেকে কয়েক হাজার টাকা পুইশাক ও বেগুন বিক্রি করেছে। রাতে তাদের সকল পুইশাক,বেগুন,কলা, মরিচ গাছ গেটে দিয়েছে। তারা বিষয়টি স্থানীয় মেম্বার ও থানাকে জানাবেন।কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানিয়েছেন তার কাছে কোন অভিযোগ কেউ দেয়নি।

No comments

Powered by Blogger.