ঝিনাইদহে রেল লাইনের দাবিতে র্যালি ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে রেল লাইনের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার হাফিজ ফারুক, জীবন কুমার বিশ্বাস, নাজিম উদ্দিন জুলিয়াস রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত এবং পদ্মাসেতু হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন সংযোগের দাবি জানান। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনের কাছে স্মারণলিপি পেশ করেন তারা। এ সময় জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে রেল লাইনের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার হাফিজ ফারুক, জীবন কুমার বিশ্বাস, নাজিম উদ্দিন জুলিয়াস রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত এবং পদ্মাসেতু হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন সংযোগের দাবি জানান। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনের কাছে স্মারণলিপি পেশ করেন তারা। এ সময় জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
No comments