কালীগঞ্জ নদীতে বাধ উচ্ছেদ সহ মহাসড়কে যানবাহনে জরিমানা আদায়

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীতে অবৈধ বাধ উচ্ছেদ সহ মহাসড়কে অবৈধ গাড়ী পার্কিং রোধে ভ্রাম্যমান আদালত চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা উপজেলার জামাল ইউনিয়নের বেগবতী নদীতে ও মহাসড়কে এ অভিান পরিচালনা করেন। এ সময় তিনি সরেজমিনে উপস্থিত থেকে বেগবতী নদীতে দেওয়া দুইটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেন। এরপর শহরের ঢাকা - খুলনা সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং ছাড়াও ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দুই ট্রাক চালককে ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেন। মোবাইল কোট পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার ও কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগন।

No comments

Powered by Blogger.