ঝিনাইদহ ৩ আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের ঘুম খাওয়া হারাম



॥স্টাফ রিপোর্টার ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের ঘুম খাওয়া হারাম হয়ে গেছে। কেন্দ্রীয় অফিসে, নেতাদের দ্বারে দ্বারে লবিং- তদবিরে ব্যস্ত।
ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীরা সবাই এখন ঢাকায়। আসন জুড়ে জল্পনা-কল্পনার অন্ত নেই কে হচ্ছে নৌকার মাঝি, কে হচ্ছে ধানের শীষের বাহক। এই আসনের দুই উপজেলা (মহেশপুর-কোটচাঁদপুর) শহর, গ্রাম-গঞ্জে এখন একটাই আলোচনা। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন যারা তারা হলেন-মহেশপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সাজ্জাতুজ জুম্মা, বর্তমান এমপি মো: নবী নেওয়াজ, সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ জেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল আজিজ, মহেশপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, সাবেকএমপি পারভীন তালুকদার মায়া, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম টিটন, ঝিনাইদহ জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য ব্যারিষ্টার মোহাম্মদ আলী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি, কেন্দ্রীয় যুবলীগ নেতা এমএম জামান মিল্লাত, এ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স, সাবেক যুবলীগনেতা আজিবার রহমান মোহন, মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান সানি ও জয় মামুন। অন্যদিকে বিএনপি’র দালীয় মনোনয়ন পেতে এই আসন থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- মহেশপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি কন্ঠ শিল্পী মনির খাঁন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি, মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি লতিফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহাফুজুল হক খান বাবু, সাবেক যুবদল নেতা হায়দার আলী, মহেশপুর পৌর বিএনপি’র সভাপতি এসএম শাহাজামান মোহন, বাাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী এ্যাড.আব্বাস আলী, ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া। এ সকল নেতারা কেন্দ্রে বিভিন্ন তদবির লবিং এ রাতদিন ছুটে বেড়াচ্ছে। এলাকায় মাঝে মাঝে গুজব সংবাদে মিষ্টি খাওয়া খাউয়ি হচ্ছে। কোন দল থেকেই কাউকেই নশ্চিতভাবে মনোনয়ন বিষয়ে পরিষ্কার না হওয়ায় দলীয় নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়ছে। তবে এ বিষয়ে আ.লীগ ও বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের একাধিক ব্যক্তির সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা তাদের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ জানা গেছে, ২৪ অথবা ২৫শে নভেম্বর মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে । তবে সুবিধা জনক স্থানে আছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যপক মতিয়ার রহমান। দলীয় সূত্রে প্রকাশ তার মনোনয়ন দুবছর আগে এ আসনের রোকনদের ভোটে সম্পন্ন হয়েছে। যার ফলে প্রার্থী জোটের সিদ্ধান্তের ব্যপারে টেনশনে থাকলেও নিজের দলের ব্যপারে কোন চিন্তাতে নেই।

No comments

Powered by Blogger.