কালীগঞ্জে অসহায় শিউলিকে পোশাক কিনে দিলেন থানার ওসি



॥স্টাফ রিপোর্টার ॥ 
রান্না করার সময় অসাবধানতা বশত মুখম-ল ও হাত পুড়ে গেছে শিউলি বেগমের (৩৫)। তাই ১০ বছর আগেই স্বামী তাকে ত্যাগ করে চলে গেছে। দুই মেয়ে ও এক ছেলেও তাকে ছেড়ে অন্যত্র থাকে। কেউ শিউলি বেগমেন খোঁজ খবর রাখে না। এছাড়া শরীরে নানা রোগের কারনে তাকে ওষধ কিনে খেতে হয়। তাই ভিক্ষাবৃত্ত করে কোন রকম দিন চলে শিউলির। শিউল উপজেলার হেলাই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। সে এখন শারীরীক প্রতিবন্ধী।
শুক্রবার  (২৩ নভেম্বর) দুপুরে থানা অভ্যন্তরে ভিক্ষা করতে এসে এসব কথা বলছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলীর কাছে। তিনি তার কথা শুনে দুঃখ প্রকাশ করেন। গরীব অসহায় এ নারীকে ওসি ইউনুচ আলী একটি পোশাক কিনে তার হাতে তুলে দেন। সেই সাথে দেন নগদ কিছু টাকা। এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, এসআই আবুল খায়ের, এসআই ডলি রানী।
অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দায়িত্ববোধ থেকে তাকে কিছু সহায়তা করতে পেরে নিজের কাছে ভাল লাগছে। এছাড়া সমাজের সবারই উচিত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।

No comments

Powered by Blogger.