বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ, তদন্তের নির্দেশ দিলেন সিইসি

চিত্রা নিউজ ডেস্ক: আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী যশোর বিএনপি নেতা আবু বকর আবুর লাশ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারের বিষয়ে পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ (শুক্রবার) একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মঙ্গলবার বিকেলে বুড়িগঙ্গা নদীর ফরিদাবাদ ডকইয়ার্ড বরাবর নদী থেকে ভাসমান অবস্থায় আবু বকরের লাশটি উদ্ধার করা হয়। বুধবার রাতে তার স্বজনরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে বলেন, “আবু বকর আবুর মতো জনপ্রিয় জনপ্রতিনিধিকে হোটেল থেকে তুলে নেওয়া হলো, আর গায়েব করে হত্যা করার মাধ্যমে তার লাশ বুড়িগঙ্গায় ফেলা দেওয়া হলো। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এজেন্সির মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”
বিএনপি নেতা আবু পুলিশ হেফাজতে ছিলেন, তাকে অাটক করা হয়েছিল বিষয়টি নজরে অানলে সিইসি বলেন, তিনি পুলিশ হেফাজতে ছিলেন? অামরা পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেব। যাতে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের অাইনের অাওতায় অানা হয়।

No comments

Powered by Blogger.