যশোর ৩ ও ৬ আসনে মনোনয়ন কিনলেন শাহীন চাকলাদার

চিত্রা নিউজ ডেস্ক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে দুটি আসনে মনোনয়ন কিনেছেন দলের নেতাকার্মীরা।বুধবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরের পর মনোনয়ন জমাও দেওয়া হবে।
আওয়ামী লীগের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে যশোর-৩ (সদর) আসনে প্রার্থী পরিবর্তন হচ্ছে। তবে গুঞ্জন অনেকটা পরিস্কার হয়েছে। আজ যশোরের দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহীন চাকলাদারা।এ বিষয়ে জানতে চাইলে শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহামুদ হাসান বিপু বলেন, শাহীন ভাইয়ের পক্ষে যশোর-৩ (সদর) ও যশোর-৬ (কেশবপুর) আসনে দুটি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। দুপুরের পর জমা দেওয়া হবে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে। নেত্রী যে আসনে মনোনয়ন দিবেন, ভাই সেখানে ভোট করবেন। নেত্রী মনোনয়ন প্রত্যাহার করে নিতে বললে, তিনি নিবেন। আশা করছি সুসংবাদ পাবো।

No comments

Powered by Blogger.