ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের গাড়ি চালক সড়ক দুর্ঘটনায় নিহত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের গাড়ি চালক হানিফ সরকার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ওয়াদুদ সরকারের ছেলে। গত শুক্রবার রাতে তিনি ফরিদপুরের মধুখালীতে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকায় রেফার্ড করা হলে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মৃত্যুবরণ করেন। নিহত’র ভগ্নিপতি আব্দুস সামাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনার দিন হানিফ সরকার ও তার চাচাতো ভাই খলিলুর রহমান মটরসাইকেল যোগে রাজবাড়ি থেকে ঝিনাইদহে আসছিলেন। আসার পথে মধুখালী ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুই দিন অচেতন থাকার পর রোববার দুপুরে ঢাকায় মৃত্যু বরণ করেন। এদিকে গাড়ি চালক হানিফ সরকারের মৃত্যুতে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকবৃন্দ ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুত্যুকালে তিনি স্ত্রী শাহিদা খাতুন ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ আসার পর চন্ডিপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
No comments