কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাত ॥
ঝিনাইদহের কালীগজের কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘনায় অঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে । সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে । মৃত্যু ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে ঝিনাই-যশোর সড়কে এক নারী হাটা চলা করছিল । এসময় বাস অথবা ট্রাক তাকে চাপা দেয় । এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ওই নারীর মৃতদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । তবে মৃত্যু ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান তিনি । কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান,কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নারীর পরিচয় মেলেনি ।
No comments