ঝিনাইদহে অগ্নিকান্ড, প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে অগ্নিকান্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে শুক্রবার সকালে সাড়ে ১১ টার দিকে শহরের ষাটবাড়িয়া বস্তি সংলগ্ন মন্দিরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার, সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ সহ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দা এবং বস্তির মানুষ উপস্থিত ছিলেন।প্রথমে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ও অন্যান্য স্থানে আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে অগ্নিনির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় দেখানো হয় আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে। এতে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা অংশ নেয়। এছাড়াও কোন ধরনের আগুন লাগলে তা নেভাতে বা যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জানানোর জন্যও বলা হয়।

No comments

Powered by Blogger.