কোটচাঁদপুরে পৌর ওয়ার্ড বিএনপি নেতার আ.লীগে যোগদান
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শাখার ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আতিয়ার গাজী আনুষ্ঠানিক ভাবে আ.লীগে যোগদান করেছেন।শনিবার সন্ধ্যায় স্থানীয় কোটচাঁদপুর পৌর যুবলীগ কার্যালয়ে স্থানীয় আ.লীগ নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তিনি আ.লীগে যোগদান করেন। এ সময় আ.লীগের পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরন করে নিয়া হয়।
কোটচাঁদপুর পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর আ.লীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার , আ.লীগ নেতা কাজী আলমগীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল আলম, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারন সম্পাদক শেখ সোহেল আরমান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাজান আলী, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সাদিয়া আক্তার পিংকি, কোটচাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এস.এম মইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আজিজ আহাম্মেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে স্থানীয় যুবলীগ কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
No comments