ঝিনাইদহে আইনি সেবার সাফল্য নিয়ে সাংবাদিক ও লিগ্যাল এইড কমিটির কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি:
“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ‘উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারী আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের নবগঙ্গা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ আবু আহসান হাবিব। কর্মশালাটি আয়োজন করে ঝিনাইদহ জেলা লিগ্যাল কমিটি। কর্মশালায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোহাম্মদ হাবিবুল ইসলামসহ বিচারক ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিচার বিভাগেরও উন্নয়ন করে যাচ্ছে। লিগাল এইডের মাধ্যমে নির্যাতিত অসহায় ও গরীব মানুষ সরকারি খরচে আইনি সহায়তা পাচ্ছে। এই বিষষগুলি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই তাদেরকে বিচার বিভাগের এ উন্নয়ন ও সরকারের সফলতাকে স্ব-স্ব মিডিয়ায় তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়।

No comments

Powered by Blogger.