শিক্ষক নেতাদের আশার গুড়ে বালি

চিত্রা নিউজ ডেস্ক:  আওয়ামী লীগের হয়ে নৌকা (তরী) প্রতীকে নির্বাচন করার আশা পূরণ হলো না বেশ কয়েকজন শিক্ষক নেতার। এসব শিক্ষক নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করার স্বপ্ন দেখেছিলেন। বিগত দুই এক বছর এলাকাতে সভাসমাবেশ করে তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কও গড়ে তুলেছিলেন। কিন্তু গতকাল আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নে তাদের নাম আসেনি। আওয়ামীপন্থী শিক্ষকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু। তিনি আওয়ামী লীগের হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু এ আসনে গতকাল প্রকাশিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকায় তার নাম দেখা যায়নি। ধারণা করা হচ্ছে এই আসনে জোটের কেউ মনোনয়ন পাবেন। আওয়ামী লীগের হয়ে সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালীগঞ্জের একাংশ) আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। কিন্তু এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হককে । জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন রাজধানীর তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশীদ । কিন্তু এ আসন থেকে ডা. মুরাদ হাসানকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন আওয়ামী লীগ। কিশোরগঞ্জ-৩ আসন (করিমগঞ্জ-তাড়াইল) থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক । এ আসন থেকে গতকাল আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মধ্যে তার নাম দেখা যায়নি। রাজশাহী-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন সাবেক অধ্যাপক বজলার রহমান। এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ওমর ফারুক চৌধুরী। রাজশাহী-২ আসন থেকে শফিকুর রহমান বাদশা মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু গতকাল আওয়মীলীগ এ আসনে কাউকে মনোনয়ন দেয়নি। পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন অধ্যক্ষ শাহ আলম। কিন্তু এ আসন থেকে আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম মনোনয়ন পেয়েছেন। নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজের শিক্ষক ওমর ফারুক । এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আশরাফ আলী খান খসরু। নেত্রকোনা-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন সুসং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রেমন্ড আরেং কিন্তু এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মানু মজুমদার। ময়মনসিংহ-৯ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন অধ্যক্ষ সামছুল বারী। কিন্তু এ আসন থেকে গতকাল পর্যন্ত আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দেয়নি।

No comments

Powered by Blogger.