৭ দিন পেছালো নির্বাচন, ভোট ৩০ ডিসেম্বর

চিত্রা নিউজ অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তারিখ সাত দিন পিছিয়েছে নির্বাচন কমিশন।নতুন তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগের তফসিল অনুযায়ী ভোটের তারিখ ছিল ২৩ ডিসেম্বর।
আজ সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।তিনি জানান, পুনঃতফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৮ নভেম্বর।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন পিছানোর দাবী করলেও নির্বাচন কমিশন তা অগ্রাহ্য করে।তবে সরকারের তরফে গ্রীন সিগন্যাল দেয়া হলে নতুন তফসিল ঘোষণায় সম্মত হয় ইসি।
এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল ১৯ নভেম্বর।

No comments

Powered by Blogger.