ধানক্ষেতে পুতে রাখা বস্তাবন্দি যুবকের লাশ

চিত্রা নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় শুক্রবার সন্ধ্যায় নিখোঁজের ১৫ দিন পর ধানক্ষেতে মাটিচাপা অবস্থায় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মিজানুর রহমান খোকন (১৮) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের খাসিরচক গ্রামের মৃত জামাল উদ্দিন জামুর ছেলে ও পেশায় শ্রমিক ছিলেন। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, সন্ধ্যায় বাঘপাড়া এলাকার একটি ধানক্ষেতের পাশে স্থানীয়রা মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি একটি লাশ দেখতে পান। পরে বিষয়টি আমাকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেই। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর প্রথম দিকে পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের বড় ভাই বাহার উদ্দিন জানান, ১৫ দিন ধরে খোকন নিখোঁজ ছিল। শুক্রবার সন্ধ্যা রাতে বাঘপাড়া এলাকায় বস্তাবন্দি একটি লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে যান এবং লাশটি তার ভাইয়ের বলে নিশ্চিত হন।
জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে একটি ওড়না পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওড়না দিয়ে যুবকের মৃত্যু নিশ্চিত করে অজ্ঞাতরা লাশ বস্তাবন্দি করে পুতে রাখে।

No comments

Powered by Blogger.