অসাম্প্রদায়িক চেতনায় উন্নত দেশ গড়তে হবে, কালীগঞ্জে বৈরাগী ঠাকুরের আশ্রমে বার্ষিক অনুষ্ঠানে-এমপি আনার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি আনোয়ারুল আজীম বলেছেন, কোন হিংসা বিদ্বেষ নয় ; সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে উন্নত দেশ গড়তে হবে। বাঙালি জাতি সব সময়ই সকল ধর্মের মানুষ সহাবস্থান করে আসছে। এই সহাবস্থান কোন অবস্থাতেই নষ্ট করা যাবে না। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করবে তাদের ক্ষমা করা হবে না। আ’লীগ সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। আ’লীগ সবসময়ই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে তাদেরকে আগলে রেখেছে। বিএনপি-জামায়াত জোট যখনই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন চালানোর চেষ্টা চালিয়েছে তখনই আ’লীগ নেতা-কর্মীরা সংখ্যালঘুদের পাশে গিয়ে দাড়িয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনা সব সময়ই আন্তরিকতার সাথে তাদের পাশে থেকে জীবন বাজি রেখে কাজ করছেন। ইনশাআল্লাহ অতীতের মতই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবো। এ সময় তিনি আরো বলেন, আমি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার জনগনের কল্যানে ও সার্বিক উন্নয়নে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি। আমি উন্নয়নে যে কাজ করেছি এবং করে যাচ্ছি তা আপনাদের অজানা কিছুই নেই এটা দিনের আলোর মতো পরিষ্কার। আমার বিশ্বাস শেখ হাসিনা যে আশা নিয়ে দ্বিতীয় বার ঝিনাইদহ-৪ আসনের জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি আপনাদের ও শেখ হাসিনার মনের আশা পূরণ করে ঝিনাইদহ-৪ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকাতে পরিণত করতে সক্ষম হবো। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বৈরাগী ঠাকুরের আশ্রমে বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, রিংকু ঘোষ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ইউনিয়নের সাবেক মৌচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমানী, নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এন্ড পিকনিক স্পট এর সিইও ও যুবলীগ নেতা এমদাদুল হক সোহাগ, কোলা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সাগর বিশ^াস প্রমূখ।


No comments

Powered by Blogger.