ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতি সময় বাঁধা দেওয়া ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতি সময় বাঁধা দেওয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। রোববার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলা শালিয়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে।জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে চলছে বিজয় মেলা। রাত সাড়ে ৮ টার দিকে মুক্তমঞ্চে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এসময় মঞ্চের পেছনে কয়েকজন দুর্বৃত্ত বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রাকিব টের পেয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।খবর পেয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ নেতাকর্মীরা হাসপাতালে দেখতে যান।

No comments

Powered by Blogger.