ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে হবে- চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান
ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান। সোমবার দুপুরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রধান নির্বাচনী অফিসে কর্মীসভায় তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান বলেন, পুরনো ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ এখন ধানের শীষে ভোট দেওয়া। অনেক বাঁধা আসবে, সব প্রতিরোধ করে দলের পক্ষে কাজ করতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম তোতা প্রমুখ।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান। সোমবার দুপুরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রধান নির্বাচনী অফিসে কর্মীসভায় তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান বলেন, পুরনো ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ এখন ধানের শীষে ভোট দেওয়া। অনেক বাঁধা আসবে, সব প্রতিরোধ করে দলের পক্ষে কাজ করতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম তোতা প্রমুখ।
No comments