কালীগঞ্জে সাবেক ছাত্রদলের সভাপতি সহ এক হাজার বিএনপি নেতাকর্মীর আ'লীগে যোগদানঃ

স্টাফ রিপোর্টার :কালীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি সহ এক হাজার বিএনপি নেতাকর্মী যোগদান করেন আওয়ামীলীগে। শুক্রবার রাতে ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভায় পাইকপাড়া রোডস্থ নির্বাচনী কর্মী সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল হাই মিন্টু সহ বিএনপির ৫শত নেতা কর্মী ও গতকাল বিকালে বারবাজার ইউনিয়নে নির্বাচনী কর্মীসভায় ৫শত বিএনপি নেতা কর্মীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে শপথ নেন। যোগদান অনুষ্ঠানে সাবেক কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মিন্টু বলেন, 'সারাদেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূলে পর্যাপ্ত অনুদান এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ আমার ভালো লেগেছে। আমি বিশ্বাস করি আবারও নৌকা প্রতীক বিজয়ী হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।' তিনি আরো বলেন, 'আমরা সন্ত্রাস পছন্দ করি না। কিন্তু আমাদেরকে পেট্রোল বোমা মেরে মানুষ খুনের অপবাদ শুনতে হয়। আমরা আর সন্ত্রাস চাই না। সন্ত্রাসী দলে থাকতেও চাই না। এলাকার উন্নয়ন চাই, আমরা মানুষের সেবা করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। শুধুমাত্র আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে পারে, মানুষের উন্নয়ন করতে পারে বলে আমি বিশ্বাস করি। তাই আমরা আজ বিএনপি ছাড়লাম এবং আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।' যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার,সাবেক এম পি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ,জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।

No comments

Powered by Blogger.