পুনরায় জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান ড. কামালের

চিত্রা নিউজ ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য জনগণকে আবারও ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাষ্ট্রের মালিক হিসেবে জনগণকে অবশ্যই ভোটকেন্দ্রগুলো পাহারা দিতে হবে, যাতে নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়।’ ‘জনগণকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন প্রক্রিয়াকে রক্ষা করতে হবে। ভোট প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করছে কিনা তা দেখার জন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে,’ যোগ করেন তিনি। নির্বাচনের দিন সকাল বেলা ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, আপনারা নিশ্চিত করবেন যেন সবাই বাধা ছাড়াই ভোট দিতে পারেন।

No comments

Powered by Blogger.