ঝিনাইদহে প্রাইম সমাজ কল্যান সংস্থার উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে প্রাইম সমাজ কল্যান সংস্থার স্মাট হেলথ সার্ভিস প্রকল্পের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও মৃত সদস্যের পরিবারের অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের জেসি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডা মোহাম্মদ শাহীন ঢালী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাইম সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সবুজ হোসেন, প্রকল্প সভাপতি শামীম হোসেন, শশী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, প্রকল্প সমন্বয়কারী তপন জোয়ার্দ্দার, প্রকল্প সুপার ভাইজার মইন উদ্দিনসহ অন্যান্যরা। এ সময় ওই এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি মৃত সদস্য তাজউদ্দিন বিশ্বাস’র স্ত্রী মনোয়ারা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
No comments