কালীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

মোঃ শাহ আলম ,কালিগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি :
আমার শৈশব আমার অধিকার,এখন বিয়ে নয়, আগে নিজের পায়ে দাড়াবো আমার উপর বিশ্বাস রাখো করে দেখাবো” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে রোববার দুপুরে বলিদাপড়াস্থ প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এ্যায়ানেন্স কো-অডিনেটর সোহেল রানা, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এরিয়া কো-অডিনেটর হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন কর্মী লিপিকা ঘোষ, সহকারী প্রোগ্রাম অফিসার কিশোর কুমার কাজল। আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শতাধিক মেয়ে শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভার আগে জীবনের স্বপ্ন নিয়ে মায়ের কাছে খোলা চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.