ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন, আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি

চিত্রা নিউজ ডেস্ক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে প্রত্যাশা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করুন।তিনি বলেছেন, ‘নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করছে। আমি আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শুক্রবার রাজধানীর নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্রের মিডিয়া বুথ পরিদর্শনকালে সিইসি এ কথা বলেন।নির্বাচন নিয়ে বিরোধী দলের ভীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের ভীতি ভুল প্রমাণে আমরা প্রস্তুত আছি। ভোটাররা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট দিতে যাবে।’
সিইসি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোট শেষে বাড়ি ফিরতে পারে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

No comments

Powered by Blogger.