প্রত্যাহার ও বাতিলের পর সাতক্ষীরার ৪টি আসনে ২২ প্রার্থী

চিত্রা নিউজ ডেস্ক:চূড়ান্ত মনোনয়ন ও প্রত্যাহারের পর সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির একজন সংসদ সদস্য। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করেন সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগের শেখ মুজিবর রহমান, জাসদের ওবায়েদুস সুলতান বাবলু ও জাতীয় পার্টির শেখ আজহার হোসেন। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা হারান।
সাতক্ষীরা তালা কলারোয়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ওয়ার্কার্স পার্টির বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, বিএনপি দলীয় প্রার্থী ২০ দলীয় জোটের হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এফএম আছাদুল হক, বাম গণতান্ত্রিক জোটের মো. আজিজুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির আবদুর রশীদসহ ছয়জন প্রার্থী। সাতক্ষীরা-২ সদর আসনে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন, ২০ দলীয় জোটের আবদুল খালেক (স্বতন্ত্র/জামায়াত), নিত্যানন্দ সরকার (বাম গণতান্ত্রিক জোট), জুলফিকার রহমান (ন্যাশনাল পিপলস পার্টি), মুফতি রবিউল ইসলাম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)সহ ছয়জন। সাতক্ষীরা-৩ আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ডা. আফম রুহুল হক (আওয়ামী লীগ) ২০ দলীয় জোটের ডা. মো. শহিদুল আলম (বিএনপি) ও মো. ইসহাক আলি সরদার (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)সহ তিনজন। সাতক্ষীরা-৪ শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার, ২০ দলীয় জোটের গাজি নজরুল ইসলাম (স্বতন্ত্র/জামায়াত), আবদুস সাত্তার মোড়ল (জাতীয় পার্টির), এইচএম গোলাম রেজা (বিকল্পধারা),আবদুল করিম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), রবিউল ইসলাম জোয়ার্দার (স্বতন্ত্র)সহ ছয়জন।

No comments

Powered by Blogger.