এস এস সি পরীক্ষা-২০১৯ ইং

বিষয়ঃ রসায়ন (সৃজনশীল প্রশ্ন )
১. Mg+ Cl2 → MgCl ২

উক্ত বিক্রিয়ায় ৫ গ্রাম ম্যাগনেশিয়াম ৩ গ্রাম ক্লোরিণের সাথে বিক্রিয়া করে ।

ক) জারণ সংখ্যা কি ?-

খ) জারক-বিজারক বলতে কি বোঝ ?

গ) উক্ত বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে ?

ঘ)প্রমান কর যে ঊদ্দিপকের বিক্রিয়ায় জারণ-বিজারন বিক্রিয়া যুগপৎ ঘটে ।

সমাধানঃ

ক) জারণ সংখ্যা হলো কোনো যৌগ বা যৌগ মূলক ও মৌল বা মৌল মূলকের ইলেকট্রন দান বা গ্রহণ করার ক্ষমতা ।



খ) যে সকল ধাতু বা ঋণাত্বক মূলক ইলেকট্রন দান করতে পারে তাকে বিজারক পদার্থ বলে । মোটকথা, ইলেকট্রন বৃদ্ধি পাওয়াকে বিজারণ বলে আর যার কারণে বৃদ্ধি পায় সে বিজারক । যেমনঃ Mg, Cl- ইত্যাদি । আবার, যে সকল অধাতু বা ধনাত্বক মূলক ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে জারক পদার্থ বলে। মোটকথা, ইলেকট্রন হারানোকেই জারন বলে আর ইলেকট্রন যার ভিতরে বৃদ্ধি পায় সে জারক যেমনঃ Cl ও Mg২+ ইত্যাদি ।



গ) এখানে Mg এর আনবিক ভর এবং MgCl ২ এর আনবিক ভর =২৪+৩৫.৫*২=৯৫ গ্রাম

২৪ গ্রাম Mg থেকে MgCl ২ উৎপন্ন হয় = ৯৫ গ্রাম

১ গ্রাম Mg থেকে MgCl ২ উৎপন্ন হয় = ৯৫২৪ গ্রাম

৫ গ্রাম Mg থেকে MgCl ২ উৎপন্ন হয় = ৯৫*৫২৪ গ্রাম

=১৯.৭৯ গ্রাম (প্রায়)

৫ গ্রাম Mg থেকে MgCl ২ উৎপন্ন হয় ১৯.৭৯ গ্রাম (প্রায়)



ঘ) এখানে Mg বিজারক তাই Mg দুটি ইলেকট্রন ছেড়ে Mg২+ এ পরিণত হবে।

অর্থ্যাৎ অর্থ্যাৎ জারণ অর্ধ- বিক্রিয়া----

Mg - 2e- → Mg2+ ---------------------(1)

আবার , ১ টি দুটি ইলেকট্রন গ্রহণ করে Cl- এ পরিণত হবে।

অর্থ্যাৎ বিজারণ অর্ধ- বিক্রিয়া----

Cl2 বা 2Cl +2e- → 2Cl- -------------------(2)
এবং (2) নং সমীকরণ যোগ করে পাই,



Mg - 2e- → Mg2+

Cl2 বা 2Cl- +2e- → 2Cl-

2. Mg + Cl2 → 2MgCl2



উক্ত বিক্রিয়া থেকে দেখা যায় যে জারণ-বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয় ।

অর্থ্যাৎ জারণ-বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া ।

উদাহরণ অনুযায়ী মনে রাখবা! আশা করি জীবনেও ভুলবে না ! আরেকটা কথা জারণ-বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া মানে আদান- প্রদান একই সাথে সংঘটিত হয় ।



এস এম টিপু











----------------------------------

No comments

Powered by Blogger.