ঝিনাইদহে কলেজ ফাঁকি দিয়ে ফেসবুকের নেশায় মুগ্ধ দু’ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি-
স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে ফেসবুকের নেশায় মুগ্ধ হয়ে থাকা সোহেল রানা ও হৃদয় অধিকারী নামে দুই ছাত্রকে ধরে অভিভাবকের কাছে সোপর্দ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে মাথার বড় বড় চুল নরসুন্দর ডেকে কাটিয়ে ছোট করে দেয়া হয়। মঙ্গলবার সদর উপজেলা পরিষদের পুকুর ঘাট থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ সদরের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে শিশুকুঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা ও হামদহ ঘোষপাড়া এলাকার চিত্তরঞ্জন অধিকারীর ছেলে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ছাত্র হৃদয় অধিকারী ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল ফোন নিয়ে বুদ হয়ে ছিল। তাদের মাথায় বড় বড় চুল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা দুই ছাত্রের অভিভাবক ও কলেজের অধ্যক্ষদের ডেকে তাদের পড়ালেখা সম্পর্কে নিশ্চিত হন। অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নন্দিত এ উদ্যোগে খুশি হয়ে বলেন, দুই ছাত্র তাদের কথা শোনেনা। এ সময় নরসুন্দর ডেকে দুই ছাত্রের লম্বা লম্বা চুল কাটিয়ে ছোট করে দেন উপজেলা নির্বাহী কর্মকতা শাম্মি ইসলাম। সোহেল রানা ও হৃদয় অধিকারী আর কোনদিন স্কুল ও কলেজ ফাঁকি দেবেন না বলে মুচলেকা দেন।

No comments

Powered by Blogger.