উৎসব আমেজে কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন

স্টাফ রির্পোটার:
নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে বই উৎসবে মেতে উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই একাধিক শিক্ষা প্রতিষ্টানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি সকাল ৮ টার থেকেই শহরের নলডাঙ্গা ভ’ষন শিশু একাডেমী, সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়, মোবারক আলী বিদ্যলয় ও জহুরা খাতুন প্রাথমিক বিদ্যালয় সহ দিনভর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।বিদ্যালয়ে নতুন বই বিতরন অনুষ্টানে গিয়ে প্রধান অতিথি এমপি আনার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বছরের প্রথম দিনেই আ’লীগ সরকার সারাদেশে শিক্ষার্থীদের হাতে কোটি
কোটি নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনার কান্ডারী। তাই তাদের সুশিক্ষায় গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দিনভর বিভিন্ন বিদ্যালযে বই বিতরনকালে মোবারক আলী বিদ্যালয়ে বই উৎসব অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হাসান টিপু, পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম রসুল, সদস্য অজিৎ ভট্টাচাষ্য ও কোলাবাজার বিদ্যালয়ের অনুষ্টানে ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, প্রধান শিক্ষক বিজয় বিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।পৌরসভার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব উপলক্ষে আলোচাসভা অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের ম্যানেিজং কমিটির সভাপতি আব্দুস শুকুরেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ , প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন প্রমুখ ।এছাড়াও পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যালয় গুলিতে বই উৎসবের উদ্বোধন করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা ।জেলা পরিসদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
 হেলাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালিত হয়।  অবসর প্রাপ্ত শিক্ষক সলেমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন।





No comments

Powered by Blogger.