২৬ জানুয়ারি নয়, মাধ্যমিক পর্যায়ে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন মার্চে
স্টাফ রিপোর্টার
।।
আগামী মার্চে সারাদেশের মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’।
আগামী ২৬ জানুয়ারি নির্বাচনের কথা বলা হলেও নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) জানিয়েছে, নির্বাচন হবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে। ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ, উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করা এবং শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন হচ্ছে। ২০১৫ সাল থেকে এই নির্বাচন হচ্ছে। ২০১০ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই আদলে নির্বাচন হয়ে আসছে।
ব্যানবেইস মহাপরিচালক মো. ফসিউল্লাহ গতকাল বলেছেন, ‘আগামী ২৬ জানুয়ারি সারাদেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের একটা খবর প্রকাশ হয়েছে। ওই তারিখে আসলে আমরা নির্বাচনের বিষয় চূড়ান্ত করিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ২৬ জানুয়ারি নির্বাচনের তারিখ উল্লেখ করে চিঠি দিয়েছে। আমরা কিছুই চূড়ান্ত করিনি।’
আগামী ২৬ জানুয়ারি নির্বাচন হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আবার ফেব্রুয়ারির ১ তারিখ থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা। ফলে তখনো নির্বাচন করা সম্ভব হবে না। পরীক্ষার পরে মার্চ মাসের প্রথম সপ্তাহে নির্বাচনটা আমরা করবো। একদিনের মধ্যেই আমরা বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনের বিষয়টি পরিষ্কার করবো।’
No comments