ঝিনাইদহে তিন দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্ধোধন

ঝিনাইদহ প্রতিনিধি:
দানাদার জাতীয় শষ্যের আধুনিক জাত পরিচিতি, উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনার উপর বৃহত্তর কুষ্টিয়া- যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রাসারণ অফিসার রোকনুজ্জামান, জুনাইদ হাবিব, জেলা কৃষকলীগের আশরাফুল আলমসহ কৃষি কর্মকর্তাবৃন্দ। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে চারটি ব্যাচে দিনব্যাপি এ প্রশিক্ষণে ৩০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন। শনিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী সোমবার পর্যন্ত।
 

No comments

Powered by Blogger.