জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সাংসদ চঞ্চলকে শুভেচ্ছা
স্টাফ রির্পোটার :
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের নতুন নির্বাচিত সাংসদ ও দ্বিতীয়বারের মতো নির্বাচিত আওয়ামীলীগ নেতা শফিকুল আজম খাঁন চঞ্চলকে শুভেচ্ছা জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারি ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। শনিবার তারা সাংসদের মহেশপুরস্থ বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাংসদ শফিকুল আজম খাঁন চঞ্চল ছাড়াও বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আক্তার জাহান শিল্পী, শিক্ষক হাসকিল রহমান, মোঃ আব্দুল আজিজ, হামিদুল ইসলাম, আব্দুস সালাম, এস.এম টিপু, তাপস কুমার সেন, শেফালী রাণী ঘোষ, রুকনানা পারভিন, রাখী রাণী দাস, নিলু জোয়ারর্দ্দার, তপন কুমার দাস, আনিচুর রহমান, আসিকুর রহমান শাহিন প্রমূখ।
এ সময় সাংসদ চঞ্চল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তার সরকার শিক্ষার অনেক পরিবর্তন এনেছেন। মানসম্মত শিক্ষার সকল ব্যবস্থা সরকার করেছে। এখন শিক্ষকদের দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করাতে হবে।
No comments