কালীঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সোমবার বিকেলে কালীগঞ্জ থানা চত্বরে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, পুলিশিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান সাজেদুল হক লিটন, বাদেডিহি সাপুড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের সেক্রেটারী শিক্ষক হাবিবুর রহমান,কালীগঞ্জ বাজার কমিটির নেতা হাজী ফরিদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এনামূল হক সিদ্দিক প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপস্থিত জনতাকে পুলিশের কাছ থেকে কি কি সেবা পেতে পারেন সে সম্পর্কে অবহিত করেন এবং পুলিশি অসহযোগিতা পেলেও তা তুলতে ধরতে আহ্বান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো.হাসানুজ্জামান তার বক্তব্যে বলেন, "পুলিশ জনগনের ব›ধু। পুলিশ জনগনের সেবক। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে যারা জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট তাদেরকে ধরিয়ে দেন।" যারা এনজিও এর নামে বিভিন্ন যায়গায় অফিস নেয় তাদের ছবিসহ বায়োডাটা সংরক্ষণ করতে ঘর মালিকদের অনুরোধ করেন। এছাড়া মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার শহরের মেইন বাসস্ট্যান্ডের উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ নূর আলী কলেজের সহকারী অধ্যাপক সুব্রত নন্দী।

No comments

Powered by Blogger.