ঝিনাইদহে পাক সেনাদের দেহাবশেষ বাংলার মাটি থেকে অপসারণের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ কালে মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার হাতে নিহত পাক হানাদার বাহিনীর সদস্যদের দেহাবশেষ বাংলার মাটি থেকে অপসারণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধের সংগঠকসহ গ্রামের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বক্তব্য রাখেন, মসলেম উদ্দিন, জালাল উদ্দিন, সোনা মোল্যা, আব্দুল মজিদ, আবু বক্কর, সৌরভ হোসেন, মনছের আলী, ফারুক মোল্যা, ইয়াকুব মোল্যা ও আব্দুল বারী।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৩১ মার্চ পাক সেনাদের হত্যা করে এই গ্রামে মাটিচাপা দেওয়া হয়। এ গ্রামসহ আজও জেলার বিভিন্ন স্থানে পাক সেনাদের দেহাবশেষ রয়েছে। তা চিহ্নিত করে এ দেশের মাটি থেকে অপসারণ করার দাবি জানান।

No comments

Powered by Blogger.