ঝিনাইদহে শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে এ পুরুস্কার প্রদান করা হয়। এ সময় শমসের আলী মেধা বৃত্তির অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ ও শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল মোঃ সাদীকুল বারী। বিশেষ অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষের সহধর্মিনী ডাঃ রেহনুমা আখতার তমা। এসময় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট লেঃ কমান্ডার কামরুল ইসলাম রাসেল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফারহান হাসিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ। অতিথি হিসেবে ছিলেন অভিভাবক সদস্য মোঃ আব্দুস সালাম ও চরমুরারীদাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম। তাছাড়া শিক্ষকদের মধ্যে ছিলেন সহকারী অধ্যাপক আবুল কাসেম, প্রভাষক মোঃ গোলাম কিবরিয়া, মোঃ মিজানুর রহমান, এম. আব্বাস উদ্দিন আহমেদ, নূরেশ মাকসুদা, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী রেজা, ক্রীড়া শিক্ষক শচীন্দ্রনাথ রায়, সিনিয়র শিক্ষক, মৃনালিনী সরকার, জুনিঃ শিক্ষক জোবেদা খাতুন।

No comments

Powered by Blogger.