ঝিনাইদহে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই’র ওপর হামলা


 ঝিনাইদহের প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ভাই বাপ্পী মিয়া। বখাটের হামলায় আহত বাপ্পী মিয়া এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবারে এ হামলার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বখাটের হামলায় আহত বাপ্পীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত বাপ্পী সদর উপজেলার মায়াধরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বাপ্পীর নানা সোহরাব হোসেন জানান, বাপ্পী এবং তার চাচাতো বোন পিংকি সদর উপজেলার কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। বাপ্পী এসএসসি পরীক্ষার্থী এবং বোন ৮ম শ্রেণির ছাত্রী। তাদের স্কুলে যাওয়া এবং আসার পথে বোন পিংকিকে প্রায়ই একই এলাকার বখাটে নয়ন ও জিম উত্ত্যক্ত করতো। কিছুদিন আগে এর প্রতিবাদ করে বাপ্পী।
ফলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পাশে নয়ন ও জিমসহ ৭/৮ জন যুবক বাপ্পীকে পিটিয়ে আহত করলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.