ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর আয়োজনে বসন্তবরণ

ঝিনাইদহ প্রতিনিধি-বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমী। বুধবার বিকেলে শহরের পবহাটি এলাকার নবগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে আয়োজন করা হয় পিঠা উৎসবের। এতে দুধপুলি, বৌ পিঠা, তালবড়া, ভাপাপিঠা, কুলি পিঠা, ঝিনুকপিঠা, পাটিসাপটাসহ অর্ধশতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেন অংকুরের নাট্যকর্মীরা। দেশীয় পিঠার স্বাদ পেতে স্টলগুলোতে ভীড় করে নানা 
শ্রেণী পেশার মানুষ। পরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংকুর নাট্য একাডেমীর সদস্যরা পরিবেশন করেন গান, নাচ আবৃতিসহ নানা পরিবেশনা। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, সমবায় অফিসার জাফর ইকবাল, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, এইডের প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সমাজসেবক খন্দকার হাফিজ ফারুক, ক্রীড়াবিদ জয়নুল আবেদিন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।

No comments

Powered by Blogger.