ঝিনাইদহে শিং ও মাগুর মাছ চাষের উপর মাঠ দিবস

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া গ্রামে চাষী নাড়– গোপাল শিকদারের পুকুর পাড়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মুজিনুর রহমান, ঝিনাইদহে জেলা মৎস্য অফিসার ঝিনাইদহ আলফাজ উদ্দিন শেখ, খুলনা বিভাগের (ইউনিয়ন প্রজেক্টের) উপ-প্রকল্প পরিচালক লুকাস সরকার, ঢাকা বিভাগের (ইউনিয়ন প্রজেক্টের) অজিত কুমার পাল, জরিম কর্মকর্তা মুজিবুর রহমান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত মৎস্যচাষী লাভলী ইয়াসমীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার। অনুষ্ঠানে ইউনিয়ন প্রজেক্টের আওতায় শিং, মাগুর প্রদর্শনীতে জাল টেনে প্রদর্শনীর ফলাফল ঘোড়শালের ৮০জন খামারী ও রাজবাড়ি থেকে ২০ জনকে প্রদর্শিত করা হয়। শিং, মাগুর মাছের উৎপাদন দেখে সকল খামারী অনুপ্রাণিত হন। তারা এ মাছচাষে ব্যাপক উদ্বুদ্ধ হয়েছেন বলে জানিয়েছে মৎস্য অফিসের কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.