ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের ‘লেটস টক’

ঝিনাইদহ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তরুনদের ‘লেটস টক’ অনুষ্ঠানের পর এবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধক্ষ্যের সাথে শিক্ষার্থীদের ‘লেটস টক’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। সকাল ১১ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে দুপুর ১ টা পর্যন্ত। কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সঞ্চালনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা, শিক্ষার মান উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন। প্রধান অতিথি সমস্যা সমাধানসহ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নানা পরামর্শ প্রদাণ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, সমাজ সেবক এ্যাড.মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান উপদেষ্টা সদস্য ডা: কামরুল হাসান, হাবিবুর রহমান, আহসানুল কবির। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহ-সভাপতি সফিক রেহমান জুয়েল।

No comments

Powered by Blogger.