সুনিকেতন পাঠশালার মেধাবিকাশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জের ঐহিত্যবাহী সুনিকেতন পাঠশালার বার্ষিক ক্রীড়া ও মেধা বিকাশ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে। সোমবার সকালে বলিদাপাড়াস্থ পাঠশালা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাবু লক্ষন কুমার। আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মনোয়ার হোসেন, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের প্রভাষক ও সুনিকেতন পাঠশালা পরিচালনা কমিটির সদস্য সাইফুজ্জামান বাপ্পু, শাহানা ইসলাম শিল্পী, বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হবিবুর রহমান, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন,কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এছাড়াও বক্তব্য রাখেন সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন। সুনিকেতন পাঠশালার সহকারী শিক্ষক নাসির উদ্দিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক শিক্ষার্থী নুসরাত জাহান ইউমি ও মাম্পি সরকার ঝিনুক।
অনুষ্টানে বার্ষিক ক্রীড়া ও মেধা বিকাশ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.