ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ স্টূডেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে।

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ স্টূডেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ২০১৯ উদযাপিত হয়েছে। আজ ১৬ই ফেব্রুয়ারী রোজঃ শনিবার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ফারজানা টুম্পা, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের কার্যকরি সদস্য সৈয়দ ফয়সাল হাসান রিফাত, কেসি কলেজ ডিবেট ক্লাব এর সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির রহমান, সংগঠনের উপদেষ্টা সদস্য মহিদুল ইসলাম ও মাহমুদুর রহমান সিজান। নুসরাত জাহান নিশির উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি মোস্তফা ইবনে মাসুদ। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তুহিন। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ২৪ জন কে পুরস্কৃত করা হয় এবং সনদপত্র বিতরণ করা হয়। অতিথিরা বলেন, নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পরে কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন যে ভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই বিস্ময়কর। আগামীতে কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন সংগঠনটি আরো বড় কিছু করবে বলে তারা আশা ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.