ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে পিঠা উৎসব এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের কলাবাগান এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় পিঠা মেলার। পাটিসাপটা, পাকন, পুলি, মিঠা, ক্ষীরপুলি, নারকেলপুলি, মাছপিঠা, জামাইপিঠাসহ নানা পদের পিঠা নিয়ে স্টল প্রদর্শন করেন অভিভাবকরা। সেখানে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়টির পরিচালক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মকর্তা আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিশচা’র সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তণ প্রধান শিক্ষক এ্যাড, বিসি বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জয়নাল আবেদিন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দেশ চেতনা সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ আহম্মেদ, ল্যাবরেটরি স্কুলের পরিচালক ইসাহাক আলী। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



No comments

Powered by Blogger.