শৈলকুপায় নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন ॥ একজনের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করার অপরাধে সুমন হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত সুমন হোসেন শৈলকুপা উপজেলার শিংনগর গ্রামের আমির মন্ডলের ছেলে
আদালত সুত্রে জানা যায়, শৈলকুপা উপজেলা প্রশাসন জানতে পারে উপজেলার বিভিন্ন স্থানে নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ত্রিবেণী, কাঁচেরকোল ও দিগনগর ইউনিয়নের কালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের উপস্থিত টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও শিংনগর গ্রামের নদী থেকে সুমন হোসেনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদাণ করেন বিচারক। অভিযানে দুদকের যশোর অঞ্চলের উপ-পরিচালক নাজমুস সাদাতসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালতের বিচারক উসমান গনি জানান, অবৈধ ভাবে নদী থেকে বালি উত্তোলন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বালি উত্তোলন বন্ধে অভিযান শুরু হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.