ঝিনাইদহে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষনের সমাপনি ও সনদপত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপÍরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, অতিরিক্ত পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জুনাইদ হাবীব, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর মান্নানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষিত কৃষাণ ও কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘নিরাপদ উপায়ে সবজি ও ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ে গত ১০ ফেব্রুয়ারি শুরু হয় এ প্রশিক্ষণ। এতে সদর উপজেলার ৬০ জন কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করেন।

No comments

Powered by Blogger.