প্রথম প্রহরে ভাষা শহীদদেরকে স্মরণ করলো কালীগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার :
একুশের প্রথম প্রহরে  শ্রদ্ধারসাথে ভাষা শহীদদেরকে স্মরণ করলো কালীগঞ্জবাসী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন
ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। শহীদ বেদিতে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণ রানী সাহা,থানা ইনচার্জ অফিসার ইউনুচ আলী,মুক্তিযোদ্ধা সন্তানেরা,কালীগঞ্জ প্রেসক্লাব সদস্যরা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,বাস্তুহারালীগ,স্কুল,কলেজ,মাদ্রাসা, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান
এছাড়াও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদের স্বরণ করেন। এ সময় ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়। মহানগর যুবদল এর আগে মিছিল সহকারে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগানে স্লোগানে মহানগর যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

No comments

Powered by Blogger.